কার্ডিয়াক চক্র কি - কার্ডিয়াক চক্র ব্যাখ্যা

কার্ডিয়াক চক্র কি? এই প্রশ্নের উত্তর হলো: হৃদপিন্ডের পৌনঃপুনিক সংকোচন-প্রসারণ কে কার্ডিয়াক চক্র বলে। কার্ডিয়াক চক্র কি সেই বিষয়ে সম্পর্কে নিচে আরও বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। চলুন তাহলে দেখে নেয়া যাক কার্ডিয়াক চক্র কি? এবং কার্ডিয়াক চক্র কাকে বলে? সে সংক্রান্ত বিস্তারিত তথ্য। 

পেজ সূচিপত্র: কার্ডিয়াক চক্র কি - কার্ডিয়াক চক্র ব্যাখ্যা

কার্ডিয়াক চক্র কি - কার্ডিয়াক চক্র বলতে কি বুঝ

কার্ডিয়াক চক্র কি এবং কার্ডিয়াক চক্র বলতে কি বুঝ? এই প্রশ্নগুলোর উত্তর নিচে তুলে ধরা হবে। কার্ডিয়াক চক্র কি, তা সংক্ষিপ্তভাবে উপরে তুলে ধরা হয়েছে। এখানে কার্ডিয়াক চক্র কি, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। কার্ডিয়াক চক্রের কয়েকটি ধাপ রয়েছে। কয়েকটি ধাপে কার্ডিয়াক চক্র সম্পন্ন হয়। কার্ডিয়াক চক্র হলো হৃদপিন্ডের পৌনঃপুনিক সংকোচন-প্রসারণ হৃদপিন্ডের নৈমিত্তিক কাজ। 

অর্থাৎ হৃদপিণ্ড সর্বদাই পৌনঃপুনিক সংকোচন-প্রসারণের মাধ্যমে সারা শরীরে রক্ত পৌঁছে দেয়। অর্থাৎ এক কথায় রক্ত উৎপাদন, পরিশোধন এবং পরিবেশন করাই হলো কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্র কখনো যদি বিশৃঙ্খলা হয়ে যায় বা কার্ডিয়াক চক্র যদি সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়, সে ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। এমনকি অবস্থা জটিল আকার ধারণ করলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
তাই মানব শরীরের জন্য কার্ডিয়াক চক্র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি এই আর্টিকেলটি পুরোটাই মনোযোগ সহকারে ফরেন তাহলে কার্ডিয়াক চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন কেননা এই আর্টিকেলটিতে কার্ডিয়াক চক্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

কার্ডিয়াক চক্র কি বা কার্ডিয়াক চক্র বলতে কি বুঝ, আশা করি এই প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন। নিচে কার্ডিয়াক চক্র কী, কার্ডিয়াক চক্র কাকে বলে এবং কার্ডিয়াক চক্র ব্যাখ্যা তুলে ধরা হবে। সেইসাথে কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি, কার্ডিয়াক চক্র বলতে কী বোঝায় এবং কার্ডিয়াক চক্রের সময়কাল কত? সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

কার্ডিয়াক চক্র কাকে বলে - কার্ডিয়াক চক্র ব্যাখ্যা

কার্ডিয়াক চক্র কাকে বলে, তাইতো মধ্যে উপরে তুলে ধরা হয়েছে। এখানে  কার্ডিয়াক চক্র ব্যাখ্যা সহ তুলে ধরা হবে। হৃদপিণ্ড বা হার্ট সর্বদাই সংকোচন ও প্রসারণ এর মাধ্যমে সারা দেহে রক্ত সরবরাহ করে চলেছে। হৃদপিন্ডের সংকোচন কাকে বলা হয় সিস্টোল এবং প্রসারণ কে বলা হয় ডায়াস্টোল।প্রত্যেকবার হার্টবিটের সিস্টোল ও ডায়াস্টোল ঘটে থাকে। 

একজন প্রাপ্তবয়স্ক মানুষের মিনিটে ৭৫ বার হার্টবিট বা হৃদস্পন্দনের সংঘটি হয় অর্থাৎ সিস্টোল ও ডায়াস্টোল ঘটে। এর মানে হলো প্রত্যেক ০.৮ সেকেন্ডে হৃদপিন্ডে একবার সিস্টোল ও ডায়াস্টোল হয়েআর এই হৃদপিন্ডের সিস্টোল ও ডায়াস্টোলের চক্রাকারে সার্কেল কেই কার্ডিয়াক চক্র বলা হয়।কার্ডিয়াক চক্র কাকে বলে আশা করি তা ইতিমধ্যেই অনুধাবন করতে পেরেছেন। কেননা উপরে কার্ডিয়াক চক্র ব্যাখ্যা করা হয়েছে। 

কার্ডিয়াক চক্র কি, কার্ডিয়াক চক্র বলতে কি বুঝ এবং কার্ডিয়াক চক্র বলতে কী বোঝায় সেই বিষয়গুলো সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নিচে কার্ডিয়াক চক্র কী, কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি  এবং কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেই বিষয় সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। 

কার্ডিয়াক চক্র কী - কার্ডিয়াক চক্র বলতে কী বোঝায়

কার্ডিয়াক চক্র কী এবং কার্ডিয়াক চক্র বলতে কী বোঝায়, সেই বিষয়গুলো সম্পর্কে ইতোমধ্যেই উপরে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। তাই নতুন করে এই বিষয়গুলো সম্পর্কে বলার কিছু নেই। আপনি যদি কার্ডিয়াক চক্র কী বা কার্ডিয়াক চক্র বলতে কী বোঝায়, সে সম্পর্কে জেনে না থাকেন তাহলে উপর থেকে পড়ে আসতে পারেন। 

কার্ডিয়াক চক্র কি, কার্ডিয়াক চক্র বলতে কি বুঝ এবং কার্ডিয়াক চক্র কাকে বলে সেই বিষয়গুলো সম্পর্কে ইতোমধ্যেই উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেইসাথে কার্ডিয়াক চক্র ব্যাখ্যা, কার্ডিয়াক চক্র কী এবং কার্ডিয়াক চক্র বলতে কী বোঝায় সেই বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করা হয়েছে। নিচে কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি  এবং কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। 

কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি 

কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি? এই প্রশ্নের উত্তর হলো কার্ডিয়াক চক্রের ধাপ ৪ টি। কার্ডিয়াক চক্র নিম্নবর্ণিত চারটি ধাপে সম্পন্ন হয়। এই চারটি ধাপ এর কোন একটি যদি সঠিকভাবে সংঘটিত না হয় তাহলে হার্টের সমস্যা দেখা দিতে পারে এমনকি রোগীর অবস্থার জটিল হয়ে যেতে পারে।
হৃদপিণ্ড খুবই গুরুত্বপূর্ণ ও জটিল একটি অঙ্গ এই অঙ্গটি কীভাবে কাজ করে সে ব্যাপারে জানতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে যে, কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি? যাই হোক চলুন তাহলে দেখে নেয়া যাক কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি এবং কিকি? 

কার্ডিয়াক চক্রের ধাপ সমূহ নিম্নরূপ:
  • আইসোভোলুমিক রিলাক্সেশন।
  • ইনফ্লও।
  • আইসোভোলিউমিক কন্ট্রাকশন।
  • ইজেকশন।

কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি? আশা করি এই প্রশ্নের উত্তর পেয়েছেন। কার্ডিয়াক চক্র কি, কার্ডিয়াক চক্র বলতে কি বুঝ এবং কার্ডিয়াক চক্র কাকে বলে এই বিষয়গুলি সম্পর্কে ইতোমধ্যেই উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই সাথে কার্ডিয়াক চক্র কী, কার্ডিয়াক চক্র বলতে কী বোঝায় এবং  কার্ডিয়াক চক্র ব্যাখ্যা সহ তুলে ধরা হয়েছে। নিচে কার্ডিয়াক চক্রের সময়কাল কত, তা তুলে ধরা হবে। 

কার্ডিয়াক চক্রের সময়কাল কত?

একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃদপিণ্ড প্রতি মিনিটে ৭৫ বার স্পন্দিত হয়। অর্থাৎ প্রতি মিনিটে প্রাপ্তবয়স্ক মানুষের হৃদপিণ্ড ৭৫ বার সংকোচিত এবং প্রসারিত হয়। সেই হিসেবে কার্ডিয়াক চক্রের সময়কাল হলো ৭৫/৬০=০.৮ সেকেন্ড। কার্ডিয়াক চক্রের সময়কাল কত? আশা করি এই প্রশ্নের উত্তর পেয়েছেন। কার্ডিয়াক চক্র কি, কার্ডিয়াক চক্র বলতে কি বুঝ এবং কার্ডিয়াক চক্র কাকে বলে সেই বিষয়ে ওপরের বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

এর পাশাপাশি কার্ডিয়াক চক্র কী, কার্ডিয়াক চক্র বলতে কী বোঝায় এবং কার্ডিয়াক চক্র ব্যাখ্যা সহকারে তুলে ধরা হয়েছে। সবশেষে কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি এবং কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে। 

কার্ডিয়াক চক্রের ব্যাঘাত এর ফলে যে সকল রোগ হতে পারে

কার্ডিয়াক চক্র যদি সঠিকভাবে কাজ না করে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে কার্ডিয়াক চক্রের সাধারণত যে সকল রোগ হতে পারে সেই রোগ গুলোর তালিকা নিচে তুলে ধরা হলো। যতক্ষণ পর্যন্ত আপনার কার্ডিয়াক চক্র ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকতে পারবেন, আর কার্ডিয়াক চক্র ব্যাঘাত ঘটলে তখন ওই বিভিন্ন ধরনের সমস্যার তৈরি হবে। আসুন তাহলে দেখে নেই কার্ডিয়াক চক্রের ব্যাঘাত এর ফলে যে সকল রোগ হতে পারে, সেই রোগ সমূহের তালিকা। 

কার্ডিয়াক চক্রের ব্যাঘাত এর ফলে যে সকল রোগ হতে পারে তা নিম্নরূপ: 
  • করোনারি আর্টারি ডিজিজ
  • স্টেবল এনজাইনা পেক্টোরিস
  • আনস্টেবল এনজাইনা পেক্টোরিস
  • হার্ট অ্যাটাক
  • অ্যারিথমিয়া
  • কনজেস্টিভ হার্ট ফেইলিউর 
  • কার্ডিওমায়োপ্যাথি
  • কার্ডিয়াক অ্যারেস্ট

কার্ডিয়াক চক্র বলতে কি বুঝ - কার্ডিয়াক চক্রের সময়কাল কত: শেষ কথা

কার্ডিয়াক চক্র কি, কার্ডিয়াক চক্র বলতে কি বুঝ এবং কার্ডিয়াক চক্র কাকে বলে সেই বিষয়গুলো সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি উপরে উল্লেখিত তথ্যগুলো মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই কার্ডিয়াক চক্র কী, কার্ডিয়াক চক্র বলতে কী বোঝায়? এই প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন। 
কেননা উপরে কার্ডিয়াক চক্র ব্যাখ্যা সহকারে তুলে ধরা হয়েছে। সেই সাথে কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি এবং কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেই বিষয়ে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। কার্ডিয়াক চক্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটির যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে এই আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেন না। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url