ঢাকা জেলা – ঢাকা জেলার ভৌগোলিক অবস্থান

ঢাকা জেলা সম্পর্কে আমাদের সকলের মনের মধ্যে একটি আলাদা মনোভাব প্রকাশ পায়।
কেননা ঢাকা জেলা আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের রাজধানী। আর আপনি যদি ঢাকা
জেলা – ঢাকা জেলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে চান তবে এই পর্বটি আপনার জন্য।
এই পর্বের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক ঢাকা জেলা -ঢাকা জেলার ভৌগোলিক
অবস্থান।

ঢাকা জেলা - ঢাকা জেলার ভৌগোলিক অবস্থান

ঢাকা জেলা বাংলাদেশের ঐতিহ্যবাহী পুরাতন একটি জেলা। যে জেলা জুড়ে রয়েছে অসংখ্য
ইতিহাস। ঢাকা জেলায় রয়েছে প্রত্যকটি জেলার মানুষের বসবাস। তাই চলুন আমরা আজকের
পর্বের মাধ্যমে ঐতিহ্যবাহী এই জেলা অর্থাৎ ঢাকা জেলা – ঢাকা জেলার
ভৌগোলিক অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পোষ্ট সূচিপত্রঃ ঢাকা জেলা – ঢাকা জেলার ভৌগোলিক অবস্থান

ঢাকা জেলা

ঢাকা জেলা হলো বাংলাদেশের মধ্য অঞ্চলে ঢাকা বিভাগের একটি প্রশাসনিক জেলা।
বাংলাদেশের রাজধানী ঢাকা অর্থাৎ ঢাকা জেলায় অবস্থিত। বাংলাদেশের রাজধানী ঢাকা
পূর্ব যুগে কিছু গুরুত্ব ধারণ করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধ লাভ করে মোঘল যুগে।
ঢাকা জেলার প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের কাছে
জাহাঙ্গীরনগরের বদলে ঢাকা নামটি থেকে যায়। নদী পথের পাশে অবস্থানের কারণে ঢাকা
জেলা স্থানীয় বাণিজ্যের কেন্দ্র ছিলো। ঢাকা জেলায় উন্নত মানের বস্ত্র উৎপাদিত
হতো যা মসলিম নামে পরিচিত ছিল। ঢাকা দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ
রাষ্ট্রের বাংলাদেশের রাজধানী ও সর্ব বৃহত্তম একটি শহর।
প্রশাসনিকভাবে ঢাকা
জেলা প্রধানসহ হিসেবে পরিচিত। ঢাকা জেলা বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর
তীরে অবস্থিত। ঢাকা জেলার দক্ষিণে মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক
শহর হিসেবে ধারণা করা হয়। ঢাকা জেলাকে অর্থাৎ ঢাকা শহরকে মসজিদের শহর নামেও
পরিচিত এই জেলায় প্রায় ১০ হাজারেরও বেশি মসজিদ রয়েছে। ঢাকা শহরে প্রায় পাঁচ
লক্ষেরও বেশি রিকশা প্রত্যেকদিন চলাফেরা করে। ঢাকা শহর সম্পর্কে বিভিন্ন তথ্য
জানতে পর্বটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।

ঢাকা জেলার মানচিত্র

আপনি যদি ঢাকা জেলার সম্পর্কে অথবা এক নজরে ঢাকা জেলা দেখতে চান তাহলে অবশ্যই
আপনাকে ঢাকা জেলার মানচিত্র দেখতে হবে। ঢাকা জেলা অনেক জনবসতিপূর্ণ শহর হওয়ার
কারণে এবং এখানে অসংখ্য মানুষের বসবাসের কারণে ঢাকা জেলার ভৌগোলিক অবস্থান
সম্পর্কে বোঝা অনেক কষ্টসাধ্য। তাই ঢাকা জেলার বিভিন্ন স্থানের ম্যাপ অথবা ঢাকা
জেলা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হলে আপনাকে ঢাকা জেলার মানচিত্র অনুসরণ করতে
হবে। এই পর্বের মাধ্যমে আপনি ঢাকা জেলার মানচিত্র একনজরে দেখে নিতে পারবেন।
ঢাকা জেলার মানচিত্র নিম্নে দেওয়া হলোঃ

ঢাকা জেলার আয়তন কত

ঢাকা জেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রশাসনিক একটি জেলা। বাংলাদেশের মধ্যে
অর্থনৈতিক দিক থেকে ঢাকা জেলা সবথেকে বেশি উন্নত। অবস্থানগত কারণে ঢাকা জেলা
বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। আজকে আমরা এই পর্বের মাধ্যমে জানবো
বর্তমানে ঢাকা জেলার আয়তন কত। ভৌগোলিক সীমানার দিক থেকে ঢাকা জেলা বাংলাদেশের
মধ্যে সবথেকে বড় একটি শহর।
ঢাকা জেলার মোট আয়তন ১৪৬৩.৬০ বর্গ কিলোমিটার। বর্তমানে ঢাকা জেলার উত্তরে
গাজীপুর জেলা, ও টাঙ্গাইল জেলা এবং ঢাকা জেলার দক্ষিণে রয়েছে মুন্সিগঞ্জ জেলা,
পূর্ব দিকে রয়েছে নারায়ণগঞ্জ জেলা এবং ঢাকা জেলার পশ্চিমে রয়েছে মানিকগঞ্জ
জেলা। ঢাকা জেলার দক্ষিণ পশ্চিমে রয়েছে ফরিদপুর জেলা অবস্থিত। ঢাকা জেলাকে
বাংলাদেশের প্রধান বাণিজ্যকেন্দ্র বলা হয়।

ঢাকা জেলার উপজেলা সমূহ

ঢাকা জেলা নিয়ে আমাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন উদ্ভাবিত হয়। আপনি যদি
ঢাকা জেলার উপজেলা সম্পর্কে জানতে চান তাহলে এই পর্বটি আপনার জন্য। অনেকেই
রয়েছে ঢাকা জেলার উপজেলা কয়টি রয়েছে জানতে চাই কিন্তু সঠিক উত্তর পাই না।
প্রিয় পাঠক আপনি ঢাকা জেলার উপজেলার সংখ্যা সঠিক জানতে এই পর্বটি সম্পন্ন
পড়ুন। জেলায় মোট পাঁচটি উপজেলা রয়েছে সেগুলো হলোঃ
  1. ধামরাই
  2. দোহার
  3. কেরানীগঞ্জ
  4. নবাবগঞ্জ
  5. সাভার

ঢাকা জেলার থানা সমূহ – ঢাকা জেলা কয়টি থানা

প্রিয় পাঠক আপনি কি জানেন ঢাকা জেলা কয়টি থানা রয়েছে? যদি না জেনে থাকেন তবে
এই পর্বটি আপনার জন্য। এই পর্বের মাধ্যমে আপনি ঢাকা জেলার থানা সমূহ সম্পর্কে
জানতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক বর্তমানের রাজধানী ঢাকা জেলার কয়টি
থানা রয়েছে।
  • বর্তমানে ঢাকা জেলায় মোট পুলিশ থানা রয়েছে ১৩৩টি।
  • মেট্রোপলিটন থানা রয়েছে ৪৯ টি
  • হাওওয়ে থানা রয়েছে ৪ টি
  • রেলওয়ে থানা রয়েছে ৪ টি
  • নৌ থানা রয়েছে ০১ টি
ঢাকা জেলায় কয়েকটি থানার নাম ও মোবাইল নাম্বার অথবা যোগাযোগ নাম্বার নিচে
দেওয়া হলঃ
  • খিলক্ষেত থানা যোগাযোগ নম্বরঃ ০১৭১৩-৩৭৩১২৬
  • কাফরুল থানা যোগাযোগ নম্বরঃ ০১৭১৩-৩৭৩১৮২
  • ধানমন্ডি থানা যোগাযোগ নম্বরঃ ০১৭১৩-৩৭৩১৪৩
  • মোহাম্মদপুর থানা যোগাযোগ নম্বরঃ ০১৭১৩-৩৭৩১৮২
  • সূত্রাপুর থানা যোগাযোগ নম্বরঃ ০১৭১৩-৩৭৩১৪৩
  • যাত্রাবাড়ী থানা যোগাযোগ নম্বরঃ ০১৭১৩-৩৭৩১৭১
  • বিমানবন্দর থানা যোগাযোগ নম্বরঃ ০১৭১৩-৩৭৩১৬২
  • গুলশান থানা যোগাযোগ নম্বরঃ ০১৭১৩-৩৭৩১৭১
  • উত্তরা পশ্চিম থানা যোগাযোগ নম্বরঃ ০১৭১৩-৩৭৩১৫৬
  • মুগদা থানা যোগাযোগ নম্বরঃ ৭০৪৯৭২২
  • রূপনগর থানা যোগাযোগ নম্বরঃ ০১৭১৩-৩৭৩১৮৪
  • ভাষানটেক থানা যোগাযোগ নম্বরঃ ০১৭১৩-৩৭৩১৮৫
  • ভাটারা থানা যোগাযোগ নম্বরঃ ০১৭১৩-৩৭৩১৬৬
  • বনানী থানা যোগাযোগ নম্বরঃ ০১৭১৩-৩৭৩১৬৯
  • ওয়ারি থানা যোগাযোগ নম্বরঃ ০১৭১৩-৩৭৩১৩৮
  • শাহজাহানপুর থানা যোগাযোগ নম্বরঃ ০১৭১৩-৩৭৩১৪৭

ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল – ঢাকা জেলা কোন জনপদের
অন্তর্ভুক্ত ছিল 

আপনি কি জানেন ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিলাম? আপনি যদি
ঢাকা জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল জানতে চান তবে এই পর্বটি আপনার জন্য। এই
পর্বের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক বর্তমানে ঢাকা জেলা প্রাচীনকালে অথবা
পূর্বে ঢাকা জেলা কোন জনপদে অন্তর্ভুক্ত ছিল।
বৃহত্তর ঢাকা, কুমিল্লা, পাবনা, বরিশাল, ময়মনসিং বাকেরগঞ্জ ফরিদপুর নোয়াখালী
ও পটুয়াখালী নিচে জলাভূমি এবং পশ্চিমে উচ্চভূমি যশোর শান্তিপুর নদীয়া
কুষ্টিয়া এই অঞ্চল গুলো ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। পাঠান আমলে সমগ্র বাঙালি
বঙ্গ নামে ঐক্যবদ্ধ হয়। পুরাতন শিলালিপিতে নাব্য ও বিক্রমপুর নামে দুই অংশের
উল্লেখ রয়েছে। পূর্বের অর্থাৎ পুরাতন বঙ্গ ছিল শক্তিশালী একটি রাজ্য। ঐতো
আরণ্যক গ্রন্থ বঙ্গ নামে উল্লেখ রয়েছে। সর্বশেষ এক কথায় বলা যায় ঢাকা জেলা
প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল।

ঢাকা জেলার বিখ্যাত ব্যক্তি

আপনি যদি ঢাকা জেলার বিখ্যাত কিছু ব্যক্তির নাম জানতে চান তবে এই পর্বটি আপনার
জন্য। প্রত্যেক জেলাতেই রয়েছে বিখ্যাত ব্যক্তিগণ। তাই আমরা এই পর্বে আজ জানব
ঢাকা জেলার বিখ্যাত ব্যক্তিদের তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ঢাকা
জেলার বিখ্যাত কিছু ব্যক্তিদের নাম। বিখ্যাত ব্যক্তিদের নাম নিচে দেওয়া
হলোঃ
  • অনিল কুমার দাস
  • অসিত সেন(চলচ্চিত্র পরিচালক)
  • অমলেন্দু চক্রবর্তী
  • অনিমেষ আইচ
  • আজম খান
  • আখতার আহমেদ
  • আনন্দ চন্দ্র রায়
  • আনোয়ার হোসেন ব্যবসায়ী
  • আফজাল শরীফ
  • আফরোজা হোক রানী
  • নাইনুর রহমান আপন
  • আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন
  • আব্দুল আউয়াল
  • আবু শাহারিয়া
  • আব্দুল হামিদ(ধারাভাষ্যকার)
  • আবু আহমেদ ফয়সাল
  • আসলাম সানী
  • আলপনা হাবিব
  • আব্দুল কুদ্দুস পন্ডিত
  • ইন্দ্রমোহন রাজবংশী
  • ইসমাইল হোসেন
  • ইলা সেন
  • উজ্জ্বলা মজুমদার
  • এনায়েতুল্লাহ খান
  • এ কে এম সিরাজুল ইসলাম খান
  • উর্মিলা দেবী
  • এডিএম রাশিদুল হাসান
  • কামরুল হক
  • কামাল উদ্দিন হোসেন
  • কেকা ফেরদৌস
  • কিরন শংকর সেনগুপ্ত
  • কিরনবালা রুদ্র
  • কালিপদ মুখোপাধ্যায়
  • কাশেম মাহবুব চৌধুরী
  • খান শামসুর রহমান
  • খাজা মোহাম্মদ আফজাল
  • খালেদ মহিউদ্দিন
  • গোলাম মোস্তফা(বীর বিক্রম ও বীর প্রতীক)
  • জামাল উদ্দিন আহমেদ(চিত্রশিল্পী)
  • জীবন লাল চট্টোপাধ্যায়
  • জিতেন্দ্র নাথ কুশারী
  • টিপু আজিজ
  • ডিপজল
  • ডলি ক্যাথেন ক্রুজ
  • তাসলিমা হোসেন
  • তানজিব সারোয়ার
  • দিলীপ কুমার গুপ্ত
  • দুলাল তালুকদার
  • দিনেশ গঙ্গোপাধ্যায়
  • নিখিল রঞ্জন সেন
  • নিলয় আলমগীর
  • নূর হোসেন
  • নুরুল আলম
  • নরেন্দ্র মোহন সেন
  • নাজিরুম আহমেদ(চলচ্চিত্র নির্মাতা)
  • নুরুল ইসলাম বাবুল
  • পবিত্র গঙ্গোপাধ্যায়
  • পীর ইয়েমেনী
  • পঙ্কজ গুপ্ত
  • পুলক বিশ্বাস
  • প্রতিভা বসু
  • প্রফুল্ল রায়
  • প্রদশ দাশগুপ্ত
  • ফজলে কাদেরী মোহাম্মদ আব্দুল মুনিম
  • বাঁধন সরকার পূজা
  • বিনয় মুখোপাধ্যায়
  • বিজয় কুমার বসু
  • বিমলানন্দ নাগ
  • শাহিদা বেগম
  • বিপ্লব
  • মতিলাল মল্লিক
  • মদনমোহন ভৌমিক
  • মহিউদ্দিন
  • যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়
  • মাখন দাস গুপ্ত
  • মামুনুল হক
  • মোঃ শহিদুল্লাহ
  • রেনু সেন
  • লতিফুর রহমান
  • হেদায়েতুল্লাহ আল মামুন

ঢাকা জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান

আপনি যদি ঢাকা জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চান তাহলে এই
পর্বটি আপনার জন্য। এই পর্বের মাধ্যমে আপনি ঢাকা জেলার বিভিন্ন স্থানের
ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক
ঢাকা জেলার ঐতিহাসিক স্থান সম্পর্কে।
  • লালবাগ কেল্লাঃ লালবাগ কেল্লার রাজধানীর দক্ষিণ পশ্চিমাঞ্চলে
    বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
  • আহসান মঞ্জিলঃ  পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা
    নদীর তীরে আহসান মঞ্জিল অবস্থিত।
  • রোজ গার্ডেন প্যালেসঃ রোজ গার্ডেন প্যালেস ঢাকার টিকাটুলিতে
    অবস্থিত।
  • শঙ্খ নিধি হাউজঃ বাংলাদেশ প্রত্যন্ত অধিদপ্তরের ৩২ টি ভবনের মধ্যে
    অন্যতম।
  • বাহাদুর শাহ পার্কঃ পুরাতন ঢাকার সদরঘাট এলাকায় লক্ষ্মী বাজারে
    অবস্থিত একটি ঐতিহ্যবাহী এই বাহাদুর সাফার।
  • নেভারল্যান্ডঃ রাজধানীর ঢাকায় মিরপুর ১ এ চট বাড়ি এলাকায়
    আশুলিয়া বেরিবাদ সড়কে অবস্থিত দৃষ্টিনন্দন পিকনিক শুটিং স্পট
    নেভারল্যান্ড।
  • আলাদিন পার্কঃ রাজধানীর ঢাকা ধামরা উপজেলায় অবস্থিত আলাদিন
    পার্ক।
  • মুসা খান মসজিদঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের কাছে বাংলার
    ১২ ভূইয়াদের স্মৃতি বিজড়িত এই মুসা খান মসজিদ।
  • গ্রীন ভিউ রিসোর্টঃ ঢাকার উত্তরে ময়নার টেকে অবস্থিত এই
    রিসোর্টে।
  • রাজা হরিশচন্দ্রের ঢিবিঃ ঢাকার সাভার উপজেলার মজিদপুরে অবস্থিত এই
    রাজা হরিশচন্দ্রের ঢিবি।

শেষ কথা

উপরোক্ত আলোচনা সাপেক্ষে এতক্ষণে নিশ্চয়ই ঢাকা জেলা সম্পর্কে ধারণা দিয়েছেন।
আপনার ঢাকা জেলার ভৌগোলিক অবস্থান ঢাকা জেলার আয়তন ঢাকা জেলা সম্পর্কে কোন
মতামত থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের পর্বটি ভালো লাগলে
অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ।