গাজীপুর জেলা – গাজীপুর জেলার ভৌগোলিক অবস্থান

আপনি যদি গাজীপুর জেলা সম্পর্কে সঠিক ধারণা নিতে চান তাহলে আপনাকে
অবশ্যই গাজীপুর জেলা – গাজীপুর জেলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে হবে।
গাজীপুর জেলা ঢাকা বিভাগের অন্যতম এবং ঐতিহ্যবাহী একটি জেলা। চলুন আমরা এই পর্বের
মাধ্যমে গাজীপুর জেলা – গাজীপুর জেলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে জেনে আসি।

 

গাজীপুর জেলা - গাজীপুর জেলার ভৌগোলিক অবস্থান

গাজীপুর জেলা বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা বিভাগের আওতাধীন একটি জেলা। এই জেলা
রয়েছে অসংখ্য ইতিহাস। আপনি যদি গাজীপুর জেলার ইতিহাস ও এই জেলা সম্পর্কে
বিস্তারিত জানতে চান তবে এই পর্বটি আপনার জন্য। এই পর্বের মাধ্যমে চলুন জেনে
নেওয়া যাক গাজীপুর জেলা – গাজীপুর জেলার ভৌগোলিক অবস্থান।

পোস্ট সূচিপত্রঃ গাজীপুর জেলা – গাজীপুর জেলার ভৌগোলিক অবস্থান

গাজীপুর জেলা

আপনি যদি গাজীপুর জেলা সম্পর্কে সঠিক ধারণা পেতে চান তবে এই পর্বটি মনোযোগ
সহকারে পড়ুন। এই পর্বের মাধ্যমে চলুন গাজীপুর জেলা সম্পর্কে জানা অজানা
তথ্যগুলো জেনে নেওয়া যাক।বাংলাদেশের মধ্যে অঞ্চল ঢাকা বিভাগের একটি প্রশাসনিক
অঞ্চল হল গাজীপুর জেলা। অবস্থানগত কারণে এই জেলাটি বাংলাদেশের একটি বিশেষ
শ্রেণীভুক্ত জেলা। ঐতিহ্য ইতিহাসে কালো তীর্ণ মহিমায় অপার সম্ভাবনায় পরিপূর্ণ
এই গাজীপুর জেলা। মুক্তিযুদ্ধের সময় গাজীপুর জেলার অবদান ছিল অপরিসীম। ৭১ সালে
মহান মুক্তিযুদ্ধের সূচনা পর্বে গাজীপুর জেলায় সংগঠিত হয় প্রথম সশস্ত্র
প্রতিরোধ যুদ্ধ। জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর এই গাজীপুর
জেলায় রয়েছে।
বাংলাদেশের একমাত্র হাইটেক পার্ক গাজীপুর জেলায় অবস্থিত
এছাড়াও এই জেলায় রয়েছে ক্ষুদ্র মাঝারি শিল্প কারখানা সহ দেশের পোশাক তৈরি
শিল্পের একটি বড় অংশ। গাজীপুর জেলা রয়েছে বাংলাদেশের একমাত্র টাকা তৈরির
কারখানা বা টাকশাল। বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানা সহ বিভিন্ন ধরনের
কারখানাও এই গাজীপুর জেলায় অবস্থিত।

গাজীপুর জেলার মানচিত্র দেখুন 

গাজীপুর জেলা অনেক ঘনবসতি হওয়ায় এ জেলা সম্পর্কে বা এই জেলার সঠিক ধারণা
দেওয়া খুব কঠিন। এই জেলার বিভিন্ন স্থানের নাম এবং ঠিকানা জানতে হলে অবশ্যই
আপনাকে এই জেলার মানচিত্র অনুসরণ করতে হবে। মানচিত্র না দেখে এই জেলার কোন
স্থানের ঠিকানা সঠিকভাবে দেওয়া বা সঠিক স্থানে যাওয়া সম্ভব নয়। তাই চলুন
আমরা এই পর্বের মাধ্যমে গাজীপুর জেলার মানচিত্র দেখে আসি। গাজীপুর জেলা
মানচিত্র নিচে দেওয়া হলোঃ

গাজীপুর জেলা

গাজীপুর জেলার আয়তন কত জেনে নিন

ইতিহাস ঐতিহ্য পূর্ণ এই জেলাতে রয়েছে অসংখ্য মানুষের বসবাস। গাজীপুর জেলায়
রয়েছে বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানা সহ বাংলাদেশের সব থেকে বড় কারাগার
কাশিমপুর কারাগার গাজীপুর জেলায় অবস্থিত। গাজীপুর জেলার বিভিন্ন স্থানে রয়েছে
বাংলাদেশের বড় বড় এবং গুরুত্বপূর্ণ সকল প্রতিষ্ঠানগুলো। এতক্ষণে নিশ্চয়ই
আপনি জানতে চাচ্ছেন ঐতিহ্য সম্পূর্ণ ও ইতিহাসে ঘেরা গাজীপুর জেলার আয়তন কত?
ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ এই জেলা অর্থাৎ গাজীপুর জেলার সর্বমোট আয়তন ১৭৭০.৫৮
বর্গ কিলোমিটার অথবা ৬৮৩.৬২ বর্গমাইল। গাজীপুর জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা ও
ময়মনসিংহ জেলা এবং দক্ষিণে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা রয়েছে। গাজীপুর
জেলার পূর্ব দিকে রয়েছে নরসিংদী জেলা এবং কিশোরগঞ্জ জেলা এবং এই জেলার পশ্চিমে
রয়েছে ঢাকা জেলা ও টাঙ্গাইল জেলা।

গাজীপুর জেলার উপজেলা সমূহর নাম

আপনি যদি গাজীপুর জেলার উপজেলা সমূহের নাম গুলো জানতে চান তাহলে এই পর্বটি
সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। এই পর্বটি শেষে আপনি গাজীপুর জেলা সকল তথ্য সহ
গাজীপুর জেলার উপজেলা কয়টি ও কি কি জানতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক
গাজীপুর জেলার উপজেলা সমূহ নাম গুলো। গাজীপুর জেলায় পাঁচটি উপজেলা রয়েছে
সেগুলো হলঃ
  • শ্রীপুর উপজেলা
  • কালীগঞ্জ উপজেলা
  • কালিয়াকৈর উপজেলা
  • কাপাসিয়া উপজেলা
  • গাজীপুর সদর উপজেলা
অবশ্য গাজীপুর শহর ও সিটি কর্পোরেশনের মধ্যে।

গাজীপুর জেলার থানা সমূহ – গাজীপুর জেলা কয়টি থানা

আপনি নিশ্চয়ই গাজীপুর জেলার থানা সমূহ অথবা গাজীপুর জেলার কয়টি থানা অধিনে
রয়েছে সেই সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনি যদি গাজীপুর জেলার থানা নাম গুলো
জানতে চান তবে এই পর্বটি আপনার জন্য। এই পর্বের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক
গাজীপুর জেলায় কয়টি থানা রয়েছে এবং থানা গুলোর নাম। গাজীপুর জেলায় বর্তমানে
সর্বমোট সাতটি থানা রয়েছে সেগুলো হলোঃ
  • জয়দেবপুর থানা
  • কাপাসিয়া থানা
  • টঙ্গী থানা
  • কালিয়াকৈর থানা
  • শ্রীপুর থানা
  • কালিগঞ্জ থানা হাইওয়ে থানা

গাজীপুর জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল – গাজীপুর জেলা কোন
জনপদের অন্তর্ভুক্ত ছিল

আপনি যদি গাজীপুর জেলা পাচ্ছেন কালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল জানতে চান তবে
এই পর্বটি আপনার জন্য। এই পর্বের মাধ্যমে আপনি জানতে পারবেন গাজীপুর জেলা কোন
জনপদের অন্তর্ভুক্ত ছিল। গাজীপুর জেলা এক সময়ে প্রাচীন জনপদের ভাওয়াল পরগনা
নামে পরিচিত ছিলো। যার বর্তমান নাম গাজীপুর। বিভিন্ন সূত্র থেকে জানা যায়
প্রায় আড়াই হাজার বছর পূর্বে বঙ্গ জনপদের এই অঞ্চল ছিল মোগল সম্রাট আশোকের
শাসনাধীন।
তৎকালীন সময়ে ভাওয়াল নাম নিয়ে বিভিন্ন মতভেদ পরিলক্ষিত হয়।
ভাওয়াল গবেষক নুরুল ইসলাম ভাওয়াল রত্নের অনুসারে চন্ডাল রাজাদের পতনের পর
ভাওয়াল গাজীদের অধীনে আসে। আবার অনেকের মতে ভদ্রা পাল ভাবপাল নাম থেকে ভাওয়াল
নামকরণ আসে।

গাজীপুর জেলার বিখ্যাত ব্যক্তি নাম

যুগে যুগে গাজীপুর জেলায় অনেক বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। আপনি যদি
তাদের নামের তালিকা অথবা তাদের সম্পর্কে জানতে চান তবে অবশ্যই এই পর্বটি আপনার
জন্য। এই পর্বের মাধ্যমে আপনি গাজীপুর জেলার বিখ্যাত ব্যক্তি নাম গুলো জানতে
পারবেন। গাজীপুর জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম নিচে দেওয়া হলোঃ
  • মেঘনাদ সাহা
  • ফকির শাহাবুদ্দিন
  • শামসুল হক(স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সভাপতি)
  • তাহাজ উদ্দিন আহমেদ(প্রথম প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার)
  • আহসানুল্লাহ মাস্টার
  • বিগ্রেডিয়ার এস এম হান্নান সাহ
  • আবু জাফর শামসুদ্দিন
  • এম জাহিদ হাসান
  • মোজাম্মেল হক
  • জাহিদ আহসান রাসেল
  • আনিসুর রহমান মিঞ্চা
  • মেহের আফরোজ চুমকি
  • রহমত আলী(রাজনীতিবিদ ও সাবে ক মন্ত্রীরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
    সরকার)
  • মোঃ ওবায়দুল্লাহ(রাজনীতিবিদ)
  • জোহরা তাজ উদ্দিন(বাংলাদেশ মহিলা রাজনীতিবিদদের মধ্যে অন্যতম একজন)
  • মোঃ সানাউল্লাহ(সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক)
  • এম এ মান্নান(গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, সাবেক মন্ত্রী)
  • মোহাম্মদ ময়েজ উদ্দিন(আগরতলা ষড়যন্ত্র মামলার পরিচালনা করে)
  • জাহাঙ্গীর আলম(সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মেয়র)
  • হাসান উদ্দিন সরকার
  • তানজিম আহমেদ সোহেল তাজ (বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালইয়ের সাবেক প্রতিমন্ত্রী )

গাজীপুর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান গুলো

গাজীপুর জেলা রয়েছে অসংখ্য ঐতিহাসিক ও দর্শন স্থান। যে স্থানগুলো যোগ এরপর যোগ
ধরে ভ্রমণকারীদের মন কেড়েছে। আপনি যদি গাজীপুর জেলা ভ্রমণ করতে চান তবে অবশ্যই
আপনাকে গাজীপুর জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। তাই আমরা
আজকে গাজীপুর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান গুলো সম্পর্কে আলোচনা করব। নিচে
গাজীপুর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান তুলে ধরা হলোঃ
  • ভাওয়াল রাজবাড়ী
  • শ্রীফলতলী জমিদার বাড়ি
  • সোহাগ পল্লী
  • ছুটি রিসোর্ট
  • নক্ষত্র বাড়ি রিসোর্ট
  • বেলায় বিল
  • অঙ্গনা রিসোর্ট
  • রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট
  • ভাওয়াল ন্যাশনাল পার্ক
  • গাজীপুর সাফারি পার্ক
  • জল জঙ্গলের কাব্য
  • নুহাশ পল্লী

শেষ কথা

উপরোক্ত আলোচনা সাপেক্ষে এতক্ষণে নিশ্চয়ই আপনি গাজীপুর জেলা ও গাজীপুর জেলার
বিভিন্ন ঐতিহাসিক ও ইতিহাস সম্পর্কে ধারণা পেয়েছেন। গাজীপুর জেলা সম্পর্কে
আপনার যদি কোন মতামত থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের পর্বটি
যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন।